প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
নলডাঙ্গায় শীতে বিপর্যস্ত জনজীবন

ইউসুফ হোসেন, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় গত কয়েক দিন ধরে সূর্যের দেখা মেলেনি, তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
সোমবার (৬ জানুয়ারী -২০২৬) বিকেলে নলডাঙ্গা পৌর বাজারের ব্যবসায়ী সোহেল আহম্মেদ, মুরশেদ আলী, মামুন সরকার, কাজী সুমন, শ্রীঃ কুঠির বাবু মুনসুর আলী সহ অনেকে জানান, সূর্য দেখা না যাওয়ায় বাতাস ও কুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না, আমরা ক্রেতা সংকটে পড়েছি। ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসায়ীরা তাদের জীবন-জীবিকা চালাতে হিমসিম খেতে হচ্ছে। বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দিন মজুর খেটে খাওয়া সাধারণ মানুষের।
দিন মজুর শ্রমিক আফছার আলী, আফজাল হোসেন, আসাদুল ইসলাম, একরাম আলী, রহিম উদ্দিন বলেন, এত ঠান্ডার মধ্যে শুধু পেটের দায়ে কাজ করছি। যথেষ্ট কাজ না পাওয়ার জন্য সংসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থা থেকে কখন মুক্তি মিলবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24